বিবর্ণ স্বপ্ন

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

মুহাম্মদ রফিক ইসলাম
গেট বন্ধ হলে কপাট খুলে, ব্যস্ত সড়কে বেজে ওঠে হুঁইসেল কর্কশ-করুণ। গাড়ির চাকায় অশ্বের খুর হাঁটে, দৌড়ে পাথরের নাড়ীভুঁড়ি চিবিয়ে মেদ বাড়ে! পিচগলা আর্তনাদ গড়িয়ে যায় শূন্যতায় বালুর কঙ্কাল জমাট বাধে রক্তের মতোন। \হ কার্বনের ছায়ার ভেতর হেঁটে যায় দালান আর ময়লার বিছানায় কলকারখানা জড়িয়ে ধরে নগরের বাহু। আমরা সভ্যতার বুকে মাথা ঠেকিয়ে দরোজা বন্ধ করে জানালা খোলে রাখি, গাছ, নদী, পাহাড় সবকিছু মেরে দিয়ে অতি সাবধানে ঢুকে যাই নগরায়নের পেটে!