আপন ঠিকানা

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

মাহমুদুজ্জামান জামী
কত কিছু ভেবেছি সেদিন; নিজের মতো করে সাজিয়ে-গুছিয়ে কত লাল-নীল-সবুজে রঙিন ছিল ভাবনার অবয়ব! মন-সাম্পান ছিল মোহনায় আর হৃদয়ের নদী বয়ে যেত দূরে আরও গভীর সাগরে। ইচ্ছার উজ্জ্বল বাতি ভ্রমণের শক্তি হয়ে অন্ধকার স্থানে জ্বেলে দিত নিরুপম দীপাবলি, প্রাণের প্রশ্নগুলি- উজ্জ্বল উত্তরের অপেক্ষায় ছিল \হদারুণ পুষ্ককলি! যেন আমি নিজেই খুঁজে নেব প্রিয় পথ- বহু জেনে-শুনে, ঘুরে-ঘুরে পৃথিবীর প্রাচীন কত \হপথ-ঘাট, প্রান্তর পেরিয়ে খুঁজে পাব একদিন আমারই \হআপন ঠিকানা- এই মতো অধীর আগ্রহে কেটে গেছে কত রাত্রি, কতদিন!