শোকার্ত পৃথিবী

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

শাহীন ভূঁঞা
শোকার্ত পৃথিবী আজ, শান্তিহীন এই মানুষেরা। উন্মুক্ত জীবন তীরে আজ শুধু দসু্য দসু্য ভয়। মানবতা খুন হয়। লেখা হয় বিশাল বিজয়। শান্তির আঁতুর ঘরে আলোহীন এই প্রভাতেরা। এখানে তরুণ প্রাণ কাঁদে আজ নীরবে, নিভৃতে, এখানে পায় না খুঁজে শান্তিপ্রিয় মানুষেরা ঠাঁই, তুমি আমি বন্দী আজ, মুক্তি নেই যেদিকেই যাই দসু্যর হাতের নিচে মৃতু্য তিক্ত এই পৃথিবীতে। একটি দুর্ধর্ষ হত্যা দ্রম্নত শেষ হতে না হতেই ঘন দীর্ঘশ্বাস হয়ে নেমে আসে আতঙ্ক আবার সারা বুক চেপে ধরে সর্বগ্রাসী দানবের মতো। নিমেষে আঘাত করে দেহ মন করে সে আহত, বিদু্যৎ গতিতে তীব্র করে সে আঘাত বারবার; মানবতা খুন হয় পৃথিবীতে আজ সহজেই।