পাঁচফোড়ন

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

আবু হেনা মোস্তফা কামাল
প্রমোদ তরি মনে চড়িয়া ঘুরিয়া বেড়াই, ডুবি ভাসি কারো তিস্তায়, মন মজিলে প্রেমে পড়ে যাই, চিঠি লিখি বারো দিস্তায়। তিস্তার জল ঘুটঘুটে ছাই, জলের উপরে জরি, জলের ভেতরে খুঁজেছি ছন্দ, ভাসিয়ে প্রমোদ তরি।। অপবাদ রতনে রতন চিনে শুয়োর চিনে কচু, তোমার কাছে ফিঙে পাখি, আমার কাছে ঝঁ্যাচু! চিনতে সোনা স্বর্ণকারে কষ্টি পাথর ঘষে, সোনায় মিশে সোহাগা জল, ঝলক বাড়ায় বসে। তোমার মতে নেত্র-নয়ন, আমি বলি আঁখি দেও যতটা অপবাদ তার দ্বিগুণ গায়ে মাখি।। স্বার্থপর আঙুর ফল টক হয়ে যায়, জোছনার রং কালো, স্বার্থের তেল ফুরায় যখন, ফুরায় চাঁদের আলো। মানুষ চালাক, আজব কিসিম, আজব তাদের মন, মুহূর্তে কয় পরাণ প্রিয়, শত্রম্ন পরক্ষণ।। অলকানন্দা জলের উপর জল খল খল, জলে ভাসা পদ্ম, সেই জলে হোক অবগাহন, গোবর গণেশ গদ্য। নীলসাগরের ঘোলা জলে, পদ্ম ফুলের মন্দা, গদ্যে পদ্যে খিচুড়ির দম, হলুদ অলকানন্দা।। নীলসাগর নীলসাগরে নীল রং নাই, সাগরও নয়- দীঘি, নীলের বদলে ঘোলা জলে, পাখির ঝলক দেখি। শীতের সিজন কিচিরমিচির, কলতানের রাত, শীত পেরুলেই আর দেখি না- রঙের পরিযাত।।