শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

কী নাম দেব তোমায়

তপন কুমার দাশ
  ৩১ মে ২০২৪, ০০:০০
কী নাম দেব তোমায়

কী নাম দেব তোমায়-

নীলিমার নীল, পিয়াল বনের পিয়া

নাকি সাগরের বেলা, সঙ্গীতের গীত

অথবা জয়া, বিজয়রা কাছ থেকে নেওয়া।

হায় পাঞ্চালী, জ্বলন্ত অগ্নিকুন্ডে

জন্ম যার! কুরুকূলে ঊর্ধ্বাকাশে তুলে হাত

ডাকে বারে বার, সখা মোর!

ব্যাকুল বাসুদেব, ডেকে বলে সখি

তিষ্ঠ ক্ষণকাল, আমার প্রিয় সখি!

হৃদয়ের গভীর থেকে উচ্চারিত

ছোট্ট সে নাম, সখি!

মহাকাব্যের পাতায় পাতায় চিত্রিত

ব্যসমুনির প্রণয়ের সে নাম, সখি!

কী নাম দেব তোমায়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে