চলো, নির্জন সহবাসী হই

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

ওয়াহিদ জামান
চলো, আমরা এ শহর ছেড়ে দূরে কোথাও যাই নীল আকাশের অস্পৃশ্য পথ ধরে দিগন্তের কাছে যাই সবুজ বনানীর অঞ্জলি নিতে যাই বিষাক্ত এ পাপের নগরী সত্যি আর ভালো লাগে না চলো, ঝর্ণার কাছে যাই পাহাড়ি বনফুলের রৌদ্রস্নাত ঘ্রাণের তরঙ্গে ভাসি নির্মম এ নগরীর নগ্ন দেবতারা ভালোবেসে এখানে থাক চলো ভাসি গোপন ভাঙা গড়ার স্রোতে পুরনো শকুনদের মাঝে আমার দম বন্ধ হয়ে আসে চলো, পাহাড়ের কাছে যাই বিশাল পাহাড়ের বিশালতা বুকে জড়াই হরিয়াল, পানকৌড়ি আর শালিকের বেশে উড়ি অভিশপ্ত নাগরিক জীবনে আমি আজ ভীষণ অভিশপ্ত চলো, সমুদ্রে যাই অসীম নীল জলরাশির স্বপ্ন গায়ে মাখি তীর ভাঙা ঢেউয়ের আঘাতে চুরমার করি মান-অভিমান বিভেদে ভরা পাষাণ প্রাচীরের মৃতু্যকূপে মরে বেঁচে আছি যাবে না বুঝি! তুমিও এদের ভালোবাস স্বস্তির অমোঘ টানে এখানে গেঁথেছো দেখি শেকড় ভেবেছিলাম তোমার বুকের ভেতরে যাবো কিন্তু সেখানেও পঁচা রক্তরেণুতে ভরা তোমার আরতিপাত্র চলো যাই মুক্তির আলোতে তোমার পঙ্কিলতা বিশুদ্ধ হবে যাবে না বুঝি! আমি গেলাম