রক্ত গোলাপের দীর্ঘশ্বাস

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

বিমল ভৌমিক
তোমার হৃদয়ের দ্বীপে ওঠা মধ্যাকাশের সূর্য তবুও সে ব্যথাহত রক্ত গোলাপের কাতরানি, বাতাসের নির্মমতায় বুক চিরে আসে দীর্ঘশ্বাসের শিক্ষা। এখনো প্রকৃতিতে লেলিহান আগুনের পূর্বাভাস কৃষ্ণাচূড়ায় ঝরাপাতাদের করুণ আর্তনাদে কাঁদে পৃথিবীর বনরানী। জীবনের ছাতাবীথি তাই হারিয়ে যায় দীপ্ত সূর্যালোকে, তবুও মানুষ কেন নিষ্ঠুর এতো ধর্ষণে মায়া জাগে না একটুও- আহত মাধবীর বেদনারা বার বার ফিরে আসে এখানে সুতীব্র আঘাতে জর্জরিত করে দেয় মায়ের পাঁজর। কলঙ্কের কালিমা ঢেকে দেয় সে অশ্রম্নত দুঃখদের, সকালের মোলায়েম প্রকৃতি ভারী হয়ে আসে আজাহারিতে এখন মনে হয় জীবন নেমে যাবে অন্ধকারের নদীতীরে।