মৃতু্য পরাভূত

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

বিধানেন্দু পুরকাইত
শরমকে এতো সহজে খান পুষ্প ফলে বিস্তার করতে দেবার কোন অবকাশ দেব না দেব না আমি ইহজন্মকালে। কঠিন আঘাত শেষে সূর্যের টিপে লাল রশ্মি মেখে গেয়ে যাব উদয়ের গান। পৃথিবীর বক্ষে ধারণ করেছে স্নেহে ও মায়ায় জননী দিয়েছে কোল সেখানেই রয়ে যাব ঝড় বৃষ্টিজলে। পরাহত মৃতু্য নিশানা জীবনের গানে তার পরাজয়। এসো প্রিয়তমা তোমাকে বক্ষে ধরে মৃতু্যর থেকে আরও আরও দূরে যাব বালার্কের কোলে।