শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

কষ্টকাব্য

জাকির আজাদ
  ৩১ মে ২০২৪, ০০:০০
কষ্টকাব্য

অপার অপার শূন্যতায় সমস্ত জীবন ভরে গেছে,

স্নেহ মায়া আর বাৎসল্য পুরোপুরি সরে গেছে

সকল বর্ণিল স্বপ্নগুলো ধীরে ধীরে মরে গেছে

প্রাণ থেকে আশার আস্তর রিক্ত করে ঝরে গেছে।

ইচ্ছের আকাশ মেঘে মেঘে নিকষ কালো করে গেছে,

দুঃসহ এক প্রভাব ফেলে সত্তার মূলই নড়ে গেছে

নিত্যকার সব অনুভূতি ক্ষোভের শীর্ষে চড়ে গেছে

বেঁচে থাকার প্রবণতায় প্রবল হ্রস্বতা ধরে গেছে।

তোমার মধ্যে নিষ্ঠুরতা খুব যতনে বাস করে,

সুযোগ বুঝে আমার সময় স্বপ্ন আশা নাশ করে

তোমার মধ্যে স্বার্থপরতা বিপুলভাবে গ্রাস করে

আমার ইচ্ছে বাঁচার লক্ষ্য ক্রমে ক্রমে হ্রাস করে।

তোমার মধ্যে গোয়ার্তুমী ব্যাপক হারে ত্রাস করে,

আমার প্রাণ যাপিত ধারা সর্বসম্মুখে ফাঁস করে

তোমার মধ্যে অহংকারিত্ব সবাইকে চায় দাস করে

আমার সময়ের ক্ষণগুলো পৃথক পৃথক লাশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে