থাকব

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

দিলীপ কির্ত্তুনিয়া
স্পর্শের গুণে থাকব। আর কথার গুণে থাকব। আমি চলে গেলে একটা স্মৃতির লিস্টি টাঙাবে দেওয়ালে কোথাও। হাসির গুণে থাকব। হয়তো কান্নার গুণেও। তোমাকে আমি ব্যথা দিয়ে নিভে যাব। উপহার দিয়ে চোখে চোখে তাকিয়ে থাকব। দেওয়া কষ্টের গুণে থাকব। মেলা দৃষ্টির গুণে বহু দিন বেঁচে থাকব। আমার নদী যদি তোমার প্রতি হয় গভীর অতল জলের তরঙ্গ মুখর আমি সেই ঢেউয়ের গুণে থাকব। আমি চলে গেলে তুমি তলা খুঁজে দেখবে নদীর যদি মাটি খুঁজে না পাও বুঝবে আমি তোমাকে ভালোবেসেছিলাম বহু। আমি চলে গেলে আমার সেই ভালোবাসার গুণে থাকব, বেঁচে থাকব।