না পাওয়ার শূন্যতা

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

বজলুর রশীদ
জৈষ্ঠ্যের গন্তব্যে ভুলে যাই অন্যরকম অনুভূতি, একটু আশাহত না হয়ে সীমাবদ্ধতার ক্যানভাসে প্রচন্ড কষ্টে লবণাক্ত শরীর। প্রকৃতির আবহে এটা স্বাভাবিক; সব আছে মুষল বৃষ্টি নেই, যেমন প্রশ্ন আছে, তেমন প্রতিফলন নেই, নীতিমালা শুধুই ধোঁয়াশা... না পাওয়ার শূন্যতায় কেউ স্বাভাবিক নেই, বাস্তবতা ছিঁড়ে বেরিয়ে আসে ভয়াবহ অস্বাভাবিকতা; তারপরও অপেক্ষায় আছি হবে অস্বাভাবিকভাবে স্বাভাবিক!