আজন্ম লালিত স্বপ্ন

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

রেবেকা ইসলাম
বাসা থেকে একটু দূরে রিকশা থেকে নেমে পড়ি, ফোঁটা ফোঁটা বৃষ্টির ভ্রমণ, আলতো ছোঁয়ার বিড়ম্বনা অল্পস্বল্প ভেজায় ধুম ভালোলাগা বন্দি মেঘের অস্বস্তি, খুন হওয়ার সাধ হয়তো নামবে ঝুমবৃষ্টি হয়ে শান্ত হবে মাটিতে তলিয়ে, আজ বাসায় না ফেরার আকুতিতে মনটা ঝুলে গেছে, অস্নাত দেহ উৎসুক লোভাতুর, ভেজার ইচ্ছে যেন নোঙর ছেঁড়া নাও, এই বুনো ইচ্ছের কাছে বলি হয় একটি মেয়ের আজন্ম লালিত স্বপ্ন।