শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ঘুমগন্তব্য

সালেহ ইমরান
  ২৪ মে ২০২৪, ০০:০০
ঘুমগন্তব্য

শৈশবের স্নিগ্ধচোখে দেখা লাল ফিতা উড়ছে

ঘুম মরে গিয়ে জেগে উঠছে বিষাদঘন চিন্তাকাল

কতো স্বপ্ন বিফলে যায় অন্ধকারে পাক খেয়ে

শূন্যতার পথে আজো একা হাঁটি অনির্দিষ্ট অদৃশ্য

জলনিবিড় মাছ জানে না জলের আয়ুষ্কাল

মানষ দাপট দেখায় জলে স্থলে আকাশে

প্রকৃতিপ্রিয় লোকপ্রিয় হতে গিয়ে দাঁড়ালাম

নিজের বিপরীতে গণমানুষের বিপরীতে

সমতলে স্বপ্ন নেই উথলে উঠছে উজানের ঢেউ

ঘুমগন্তব্যে পৌঁছে দেখি চাঁদের নিটোল জোছনা নেই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে