শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

স্বপ্ন জাগরণ

ফাহমিদা ইয়াসমিন
  ২৪ মে ২০২৪, ০০:০০
স্বপ্ন জাগরণ

ম্যাচের কাটির মতো জ্বলে ওঠে মন

জ্বলে ওঠে তোমার গোপন ছোঁয়ায়

অথচ তুমি সেই স্মৃতির পাতার মতো

সরে গেছ দূরে, দূরে মানে বহুদূর

তবু প্রতিদিন তোমাকেই কাছে পাই

একাকী নির্জনতায় স্বপ্ন জাগরণ।

হারানো দিনের সেই পুরনো গল্পগুলো আজও

মনে পড়ে মনকে রাঙায়, মনে হয়?

প্রজাপতি হয়ে আজও ওড়াউড়ি করি

ফুল থেকে ফুলে।

ফুলগুলো ফুটে ছিল আমাদের যৌথ ছায়ায়

কেন আজ ভুল হয়ে শুধুই কাঁদায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে