পালালে রাতে-ভোরে

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

জ্যোতির্ময় সেন
খোঁপাটা খুলেছিল বাতাসে দুলেছিল তোমার দেহে ছিল ছন্দ, ভাঁজ, আমার বাঁশি ছিল স্বপ্ন রাশি ছিল বাগানে ফুটেছিল গন্ধরাজ। বৃষ্টি এসেছিল চাতক হেসেছিল খুশিতে নেচেছিল স্বপ্ন-বন, গল্প হয়েছিল যমুনা বয়েছিল সময় করেছিল মন হরণ! আমাকে একা ফেলে হারিয়ে কোথা গেলে বাজিয়ে হেসে-খেলে প্রেম-নূপুর? হাসিটা সঙ্গে করে বাঁশিটা হাতে ধরে পালালে রাতে-ভোরে কোন্‌ সুদূর?