শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

জল দাও, জল

সুমন সরদার
  ২৪ মে ২০২৪, ০০:০০
জল দাও, জল

হৃদয় দহনে মুষড়ে পড়া আমার কঠিন দেহ

কঙ্কালসর্বস্ব হয়ে যায়, তবে তা কঙ্কাল নয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যে আকাল পড়েছিল

তার ছিটেফোঁটা বুকে নিয়ে পৃথিবী ভ্রমণ করি

পাবো কি কখনো কোনো কলাবতী ফুল

ভালোবাসাভরা নীলডালা সাজাবে দহনকুঞ্জে।

সরীসৃপ বেদনার উৎপাদন কেন্দ্রে ছাই ঢালি

মস্তিষ্ক-কারখানাজাত এই ছাই হলুদ রঙের

ঝর্ণার মতন ঝ'রে ঝ'রে পড়ে

তবু উৎসমুখ দাবানলে পূর্ণ

আমার ফায়ার ব্রিগেডের কর্মকর্তা ব্যর্থ হয়।

কলাবতী, তুমি জল ঢালো, বর্ষার জমানো জল

চোখ মেলে দেখি, কোথাও দুখের গুঁড়ো আছে কিনা!

কলাবতী, তুমি নিঃস্ব?

উত্তাল সমুদ্র জলের বিপুল উৎস, তুমি জানো

রক্তপ্রবাহের মতো জল নাও, ঢালো...

জলের অনেক উৎস- যা আমরা মানি না....

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে