ঝালখোর টিয়ে

প্রকাশ | ২৪ মে ২০২৪, ০০:০০

মেহেদী ইকবাল
আমার চোখ অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে কোথায় সে টিয়ে পাখি সে কি নেমেছে কোনো মরিচবাগানে? এতো সুন্দর পাখি পছন্দ করে খেত ঝাল বহু আগে সে ঠোঁটে করে তুলেছিল ভাগ্য আমার! খাম ছিল অভাবিত সুসংবাদে ভরা আজ এত বছর পরে পরিণত হয়েছি আমি ছোট একটি মাছে বেড়ালের তাড়া খেয়ে আমি বিস্ময়ে তাকিয়ে আছি আকাশের দিকে আমার চোখ খুঁজে খুঁজে হয়রান কোথায় সে টিয়ে পাখি কোথায় মরিচবাগানে ঝালখোর টিয়ে!