রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

আবু হেনা মোস্তফা কামালের কবিতা

উদাস মনের স্বপ্ন ধার
  ১৭ মে ২০২৪, ০০:০০
আবু হেনা মোস্তফা কামালের কবিতা

চাকার তলে পিষ্ট হয়ে, চাকার সাথে ঘুরছি এই;

একটু পরেই ছিটকে গিয়ে, বায়ুর ভিতর উড়ছি সেই!

ঘুরছে চাকা, ঘুরছি আমি, ঘুরছে মাথার তারগুলো;

উড়ছে বাতাস, উড়ছি আমি, উড়ছে মনের ভারগুলো।

মনের ভারে, মাথার তারে, সারগাম সুর করুণ খুব!

সেই সুরে মন উদাস করে, মেঘের ভিতর মারছি ডুব।

মেঘের সাদায়, মন যে হারায়, মনকে দিলাম স্বপ্ন ধার।

এই মনে সে, স্বপ্ন খুঁজুক, কল্পলোকে বসত যার।।

ডিমেনশিয়া

কথার পিছে ঝুলছে কথা, জমছে না তো গল্পটা;

সমস্যাটা কোথায়, কেমন? জটিল? কঠিন? অল্পটা?

এই হইলো অবস্থাটা, কি বিষয়ে বলছিলাম?

খানিক বাদে ভুলছি সবি, ঘুমের ভেতর টলছিলাম!

ঘুমাই যখন ঘুম আসে না, চিন্তা করে মাথায় ভর!

কাজের সময় ঘুম ছেয়ে যায়, চোখের পাতা নদীর চর!

দিনলিপিতে সাজিয়ে রাখি, কখন কোথায় কোন মিটিং?

সেই লিপিকা রাখছি কোথায়? খুঁজতে মগজ হাই হিটিং!

অবসেশন

চশমা কোথায়? চশমা কোথায়? চশমা খুঁজে পাচ্ছি না;

মাথার কসম! আজকে আমি চশমা ছাড়া যাচ্ছি না।

চোখ জ্বলে যায়, মাথার ব্যথায়, বমি বমি হচ্ছে ভাব;

চট জলদি চশমা খুঁজো, নয়তো মাথায় ভাঙবো ডাব।

যাচ্ছে গেল, আর পারি না, অফিস সময় হচ্ছে পার;

একটুও নেই খোঁজার তাড়া, এটা কেমন আচার তার?

রাগে আমার গা জ্বলে যায়, মুচকি ঠোঁটে হাসছো ক্যান?

চশমা আছে নাকের ডগায়, নাকের উপর রাখো ধ্যান!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে