হিরণ ছায়া

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

রাহমান ওয়াহিদ
লাঙল ফলায় ঝলসে ওঠা প্রত্ন মাটি ঘাসের ডগায় দোল খেলানো ফড়িং হাওয়া ঝড় বৃষ্টির তুমুল ঘ্রাণে ফোকলা হাসি হৃদ জমিনে হিরণ ছায়ার রোদন বাঁশি। হারিয়ে পাওয়ার এই যে সুখদ হিসেবগুলো উড়িয়ে ধুলো রোদ বিছানার সওয়ার হলো। তুমিও শিরিন মন হরিণের পালক ছিঁড়ে জল প্রহারে টুকরো মিথুন শরীর হলে। শস্য মাঠের কষ্ট সুখের নীল মোহনায় জমাট বাঁধে তোমার আমার রক্ত আগুন।