আবু হেনা মোস্তফা কামালের কবিতা

প্রকাশ | ১০ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ভালো বাবা খারাপ বাবা মানুষ আমি খারাপ অতি, জেদি ভীষণ ঠ্যাটা! ঔরসে তাও জাত হয়েছে একটা বেটি-ব্যাটা। জেদি হলেও মনের ভেতর বাস করে এক বাবা, বাবারা হয় বাবার মতোন, দয়াল তাদের থাবা! চোর বলি আর ডাকাত কিংবা উকিল ওঁঝা জাজও, খারাপ মানুষ দেখছি, পাইনি, খারাপ বাবা আজও! মানুষ আমি খারাপ অতি, রাগী বেজি-সাপ! খারাপ দেহে বসত করে পিতৃসুলভ বাপ সবার উপরে টাকা সত্য সবার উপরে মানুষ সত্য, তাহার ওপর মাথা, টাকা থাকলে মাথার ওপর ধরে মানুষ ছাতা। কখনো-বা সেই মাথাতে ঘষে পুরাণ তেল, স্বার্থ সিদ্ধি না হলে সেই মাথায় ফাঁটায় বেল! বিজন রাতে বিজন রাতে অন্ধকারে তাঁরার মতন জ্বলে, জোনাক পোকা মনের কথা আলোক-ছটায় বলে। ঝিঁঝিঁ পোকা চিঁচিঁ গানে ডাকছে কাকে, সখি? হুতোম পেঁচা নাকটা বোঁচা, আতশ কাঁচের আঁখি! হুক্কা হুয়া শিয়াল ডাকে, পথের ধারের দোলায়, ঘেউ ঘেউ ঘেউ কুকুর ডাকে, হিম বাতাসে বোলায়। আকাশ তাঁরা জোনাক তাঁরা সব তাঁরা কার হাতে? এদের সাথে জেগে আছি এমন বিজন রাতে।