শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এটাই বুঝি নিয়তি

সোহরাব হোসেন
  ০৩ মে ২০২৪, ০০:০০
এটাই বুঝি নিয়তি

নিয়তি ডুবছে আজ কিনারে

পুবের মেঘ পশ্চিমে আর

বর্ষণ হচ্ছে উত্তরে দক্ষিণে!

নিয়তির গগনে জ্বলছে আগুন!

কে যে কার আপন আর কে যে কার পর

জানা যেমন মুশকিল বলাটা আরো অবিশ্বাস্য!

ভেবেছিলাম কঁচি পাতায় ভরে যাবে গাছটা

ডালে ডালে পাখিরা গাইবে গান

দখিনা বাতাসে দোলাবে সকল কান্ড

কে জানে এমন হবে? অকল্পনীয় চিন্তাদের ভিড়

বৃক্ষে নতুন পাতা গজালেও আমি রইলাম-

পাতা ঝরা শুঁকনো বৃক্ষের মতো দাঁড়িয়ে!

ধৈর্যের আঁখিতে অসময়ে বন্যার জোয়ার

মেনে নিয়েই চলতে হবে আরও কিছুটা সময়

বুঝলাম ছন্দপতন- এটাই বুঝি নিয়তি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে