বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

ওরাও মানুষ

মো. ইশতিয়াক আহাম্মেদ
  ০৩ মে ২০২৪, ০০:০০
ওরাও মানুষ

রোদে পোড়া বৃষ্টি ভেজা

নগ্ন পায়ে ভোরে ছুটে চলা,

কেউ যাচ্ছে ফসলের মাঠে

কেউ ছুটছে ইট, পাথরের

দালান কোঠা গড়তে।

আবার কেউ রিকশা নিয়ে

হাঁপাতে হাঁপাতে ছুটে চলে

দূর থেকে দূরান্তে।

কি নিদারুণ পরিশ্র্রম

সারাটা দিন তবুও ভরে

নাহ দু হাত অর্থের পরিমাপে।

আজ বিশ্ব উন্নয়নে

শক্ত হাত, রোদে পোড়া

অসহায় মানুষ গড়িয়েছে

কল্যাণে সব, বিনিময়ে

পেটের যন্ত্রণায় খেয়ে যায় দু'মোট।

নেই কোনো কাড়ি কাড়ি অর্থের চাহিদা

\হভোগ বিলাসিতা।

বৃষ্টি ঝরুক এই পহেলা মে থেকে সবুজ ঘাসে আচ্ছাদিত

হয়ে, তাদের এক রাশ মুখের হাসিতে ভরে উঠুক সবুজ শ্যামল সমৃদ্ধিতে।

স্রোতের ভেতর ডুকরে কাঁদুক, সচল যমুনা!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে