মৌলিক

প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০

জাহিদ হোসেন
আনন্দের প্রশাখা দু'হাতে সরিয়ে দেখে আসি উৎসবে ভালোবাসার ভোর; আমাদের উঠোনের আকাশে আজ বলাকারা হাসে। বিকাল আর সন্ধ্যার পার্থক্য না বুঝে সন্ধ্যার নিমজ্জিত আঁধারে হারিয়ে যাওয়া উষ্ণতায়- প্রাণ খোঁজো কুসুম কুসুম ভালোবাসার। আনন্দ ভালোবাসার প্রাণবন্ত মুহূর্তের দিকে ঝুঁকে তৃপ্তির সাধ গ্রহণ কর অবিরত। আর আমি বান্ধবসহ মৌলিক জলসায় আনন্দ ভাগাভাগি করি।