সুখ থাকে বৈকুণ্ঠপুরে
প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০
নাহার ফরিদ খান
সুখ থাকে বৈকুণ্ঠপুরে,
সুখের ঠিকানা আপাতত ওখানেই।
পরবাসে পরবাসী মন, থাকে কোনো দেশে!
হাড়কাঁপানো শীতে জীবন খুঁজি,
সুখের সংজ্ঞারা ঝরে পড়ে পাতা ঝরার সাথে।
\হশৈল্পিক সূচনায় দাঁড়িয়ে থাকে গাছ,
পত্রহীন প্রকৃতিও দাঁড়িয়ে থাকে
আমারই মতো নিঃসঙ্গ
বরফের সাদা প্রান্তরে।
সূর্যের সোনালি রোদ,
পাখিদের সারিবদ্ধ ওড়াওড়ি
হরিণের অসহায় চাহনি,
ক্ষিপ্রগতিতে চলে যাওয়া,
পথে যেতে যেতে দেখি
ধবল মেঘ উড়ে যায় তোমার দেশে।
আমার সুখ উড়ে যায় ম্যাপললীফের সাথে,
সুখের ঠিকানা হারিয়েছি নিজ বাসভূমে,
সুখের ঠিকানা খুঁজে খুঁজে যখন ক্লান্ত আমি
ফিরে আসি বাসভূমে।
দেখলাম সুখ দাঁড়িয়ে দুয়ারে সীমান্ত মাঝে বৈকুণ্ঠপুরে।
আমি চলে আসি সুখ ফেলে পরবাসে,পরবাসী হতে।