এসব নীরবতার মধ্যে কিছু কিছু কাজ
সম্পাদিত হয়... যেমন পৃথিবী আমাকে
কাঁধে নিয়ে এ সময় প্রদক্ষিণ করে
সূর্যের চারপাশ, নক্ষত্রেরা আলোকিত হয়
কোনো কোনো মানুষের মতো,
একশ্রেণি অনাহারী মানুষ আরো
ক্ষুধার্ত হয়... লোকচক্ষুর অন্তরালে
দুধধান রূপান্তরিত হয় ভোজ্য চালে,
বুকের কিছু অংশ, অভিমান সুদৃশ্য সৌরভে
নীরবে সুডৌল স্তনে পর্যবসিত হয়
সমুদ্রের নাভীতে ফোটা নিসর্গের বিশেষ মুদ্রায়,
সবিশেষ দৃশ্যের আকর্ষণে