প্রত্যাশা

প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০

নিশাত ফাতেমা
আমি এক সময় লীন হবো হে আমার আত্মার আত্মীয় আমাকে ক্ষমা করে দিও! আমার জীবনের সমস্ত কর্ম হোক তোমার তরে, তোমার দাক্ষিণ্যে আমি যেমন পৃথিবীর সবকিছু উপভোগ করে বেঁচে আছি তেমনি আমি যেন তোমার আজ্ঞাবহ হই! জন্ম হতে আজ অব্দি যা দিয়েছ তাতেই আমি কৃতজ্ঞ না চাইতে যা পেয়েছি সে-ই ঢের। হে আমার রব শেষ নিঃশ্বাসে যেন বলতে পারি লা-ইলাহা ইলস্নাললাহু মুহাম্মাদুর রাসুলস্নাহ!!