শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নিজেকেই খুঁজতে এসেছি

এম এ রহমান
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
নিজেকেই খুঁজতে এসেছি

যতবার মৃতু্য আমাকে কামড় দেয়

জিহ্বা থেকে খসে পড়ে পুরনো পৃথিবী

চোখগুলো আয়না পাল্টায়-

ভেতরের জমাট বাঁধানো জলে!

ক্যানভাসে পাল্টে যায় রঙ

চারিপাশে পরিচিত কোলাহল চেখে দেখি

জিহ্বায় নতুন কোনো পৃথিবী ঘুরছে

নাসারন্ধ্রে হেঁটে বেড়ায় অচেনা

হেঁশেলের ঘ্রাণ

বোধের অতলে শুয়ে থাকে

মুমূর্ষু আমির প্রাণ

যতবার মৃতু্য আমাকে কামড় দেয়

নিজেকে আঁকতে থাকি নতুনের অবয়বে

যতবার মৃতু্য আমাকে কামড় দেয়

দেখি সত্যি পৃথিবীটা শূন্যের মতোই গোল

বিশ্বাস করুন,

কবিতার ছায়াতলে কোনো কবি নয়

নিজেকেই খুঁজতে এসেছি...

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে