উপেক্ষা ও ভেজা সৌধ

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

অলোক আচার্য
এতদিনের চেনা নদীর আজ বিস্তীর্ণ ব্যবধান বৃষ্টির ফোঁটার সাথে দূরত্ব ক্রমাগত ঊর্ধ্বমুখী গ্রাফ। পলি জমে। পাড় ভাঙা ঢেউয়ের গুঞ্জন ভিজে কাশফুল অনবরত ডেকে যায় বুকে মানুষ কি পারে তা উপেক্ষা করে দু'হাতে বালির সৌধ গাঁথে? কেউ থাকে না এমন নত হয় প্রেমিকার পায় নদীর স্রোতের সাথে আকাশ নেমে আসে এক ভরা সন্ধ্যায়।