আমার গায়ের কমলা আঁচল উড়ছে
তোমার কী ভাবে পা পড়েছিল গর্তে-
পলাশ বিকেলে হেরে যাওয়া এক রোদ্দুর
ভালোবাসল... ভালোবাসল নিঃশর্তে
রাস্তার কোনো শেষ নেই, তবু পাল্টায়
যেমন আমরা পাল্টে ফেলেছি ঘরদোর
আমাদের পথ- নেই কোনো কিছু দাবিদার
হেঁটে যাওয়াটুকু সম্পর্কের ফর্দ-
ভুলে গেছি কোন ঘাটে বাঁধা ছিল নৌকো
চায়ের দোকান- আলো টিমটিম জোনাকে
সব বিকেলের শেষ নেই জানি তবুও
এই বর্ষাই ভিজিয়ে যাব তোমাকেই