একটা জন্ম চাই

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

কবির সুমন
ভোরের প্রেম, দুপুরের পোড়া অক্ষর এইটুকু রাত আমার হস্তলিপি স্বাক্ষর। পাহাড়ের, মাটির, নিসর্গের বিকিরণ প্রশ্ন করে কারণ অকারণ। বিকেল ছুটে চলে গোধূলির কোলে শূণ্যলিপি ছেড়ে পশ্চিমে অস্তাচলে। একটা জন্ম চাই সমুদ্রের বুকে বিশালতায় ছেয়ে যাক চারদিকে।