প্রত্যাখ্যান

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

আবদুল বাতেন
ফিরে এসো, আমার উড়ন্ত ডানা আর চাই না- বৈভব ভরা আকাশ চষে ধ্রম্নবতারার বুকে মুখ ঘষে মুক্তি মাধুর্যের পাও যদি ঠিকানা ফিরে এসো, আর চাই না। হলস্না করা হাওয়ায় তোমার বাড়ি আদুরে রোদে ইচ্ছামতো জড়াজড়ি বৃষ্টির মন মাতানো গীতে রংধনুর হাতছানিতে আরও উজ্জ্বল হলে পালকের আলপনা ফিরে এসো, কস্মিনকালে চাই না। পচে যদি সন্দেহ ছত্রাকে ভাইরাসে বিশ্বাসের বিন্দু থেকে বৃত্ত, রুদ্ধশ্বাসে গাঁথি অবহেলার মালা সম্মানের সবটুকু করে ফালা ফালা উদ্যত রাখি দোষারোপের ফণা পরস্পরে। চাই না, সে প্রেম চাই না।