শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আবেগের চূড়ান্ত বৃষ্টিতে

হাসান নাজমুল
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
আবেগের চূড়ান্ত বৃষ্টিতে

আকাশের সমস্ত কষ্টের অনুষঙ্গ নিঃসঙ্গ শিশুর মতো

হয়তো হারিয়ে গেছে দূরে,

আকাশের চোখে নেই কোনো জলচিহ্ন;

'চোখে জল আনা' বিজয়ী হওয়ার মতন দুরূহ

\হ'চোখে জল আনা' ভূখন্ড স্বাধীন করার মতো কঠিন,

কিংবা নতুন কবিতা প্রসবের মতো যন্ত্রণাদায়ক;

হয়তো আকাশ বহুদিন পড়ে না ব্যথার ব্যাকরণ

প্রচন্ড উত্তাপে ফেটে যাওয়া মাটির আর্তনাদ শোনে না সযত্নে,

কখনো দ্যাখে না ছুঁয়ে মেহনতি মানুষের ঘাম,

শুধু ওপরের অনন্ত আয়েশে ডুবে থাকে অহর্নিশ,

আর আমরা কেবলি ঘেমে যাই ওপরের আনন্দের তাপে

হে আকাশ উলস্নাসের সিংহাসনে বিষণ্ন না থেকে

একটু বিষণ্ন হও আজ;

বিষণ্নতায়, নিঃসঙ্গতায়, তোমার ব্যথায়

জমা কর শতাব্দীর মেঘ;

তারপর আবেগের চূড়ান্ত বৃষ্টিতে,

সিক্ত কর দেহ মন, সিক্ত কর আমাদের তপ্ত ভূমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে