কতোটা বোদ্ধা হলে সহজেই মিশি নিমিষে,
দোষ-প্রদু্যষে-প্রতু্যষে!
অথচ তুমি ক্রমশঃ দূরে কস্তুরি অবয়বে,
অশরীরি মৃগয়া জোছনায়,
খোলা জানালায় আগন্তুকের
অবাধ যাতায়াতে,
বদলে দাও চেনা দৃশ্যপট
আশ্বিনের পূর্ণ ডুবু ডুবু চাঁদ-
বাতাসের টানেলে আঁক
এক অচেনা প্রভাত।
রডোডেন্ড্রনের নীলাভ রহস্য প্রেমে,
আমি তখন ক্রমশ জ্বলি একা,
ক্যামোফ্লেঙ্গের উষ্ণতায়, বদলে যাওয়া
সম্পর্কের মায়াজালে।