শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সাদাকালো পৃথিবী

আলমগীর খোরশেদ
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
সাদাকালো পৃথিবী

বোধের সাথে সম্পর্কের দূরত্ব

ভুল বোঝাবুঝি অক্টোপাস হয়ে

আঁকড়ে ধরে অবিশ্বাসের নাভিশ্বাসে,

নিত্য অভাব শিকল পড়িয়ে রাখে পায়ে

থামিয়ে দেয় এগিয়ে চলা,

অভিমানের কালো মেঘ উঁকি মারে

প্রেয়সীর ঘোমটার ফাঁকে,

মরুর দেশের মতো দুঃসহ গরম

হিট স্ট্রোক, হিট এলার্ট জারি

চাইলেও ফিরে যাওয়া হয় না এমন দিনে

প্রীতিময় মুহূর্তে যেখানে বিছানো সুখের গদ্য,

বুমেরাং হয় কেবল দীর্ঘশ্বাস

আর অপ্রাপ্তির সাদাকালো পৃথিবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে