আমাকে কেউ ঘুম দেও, নয় ঘুমাতে দেও
যা আছে বন্ধক নিয়ে যাও
তবুও আমাকে ঘুম দেও
হয় ঘুম দেও, নয় ফিরিয়ে দেও শৈশব।
জোনাকি জ্বলা আলোকিত রাত দেও
দেও ঝিঁঝিঁ পোকার আবৃতি সুর।
তোমরা কী দেখ না রাস্তার পাগলকে
ভাবনা চিন্তাহীন, কি সুখে! কত নীরবে ঘুমায়।
আমি মাটিকে পালঙ্ক, আকাশকে মশারি ভেবে
মায়ের কোলে মাথা রেখে, রূপকথার গল্পে হারাতে চাই।
আমাকে আমার চাঁদ এনে দেও,
কেউ পাগলের ঘুম লুটে আন
লুটে আন ঘুমের কবিতা।
লোকে লুটেরা বলে বলুক,
তবুও ঘুম চাই,
কেউ আছ, এক প্রহর ঘুম দিতে পারবে?