শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

আদল

তূয়া নূর
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
আদল

তুমি সেই আজন্ম চেনা আমার একজন,

মাথার কুঁকড়ানো চুলে আঙুলের বিলি

কোথায় কাটা দাগ আছে চেনা

গল্পের পিঠে কত গল্প

না শেষ হওয়া কথা রয়ে গেছে।

নদীর কাছে জমা করা সবুজ ছায়ার মায়া ভরা চোখ,

পাতা নড়া আর ডানা ঝাপটানো পাখি

বইয়ের পাতা খুলে রেখে আকাশের দিয়ে উদাস চেয়ে থাকা

হিবিজিবি আঁকা ছবি কালি কলমে।

সেই মানুষের ভেতর খুঁজি সেই মানুষেরই আদল

মহাশূন্যে অনন্তকালের মতো কিছু হারিয়ে ফেলা।

হাতের আংটি থেকে খসে গেছে কোথায় হীরক দানা

কিছু জিনিষ শুধু হারায় সময়ের মতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে