মানবতা হোক এক ভাষা
প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
আবু হেনা মোস্তফা কামাল
নিজেরা নিজেরা টানাটানি করি,
বাংলায় হিন্দি চুল;
বিশ্ব মাথারা কলুর বলদ,
বোঝে না নিজের ভুল।
আমরাই করি হানাহানি আর-
আমেরিকা দেখে বসে,
দেখে আর হাসে মুচকি হাসি,
লাভের হিসাব কষে!
ইহুদি কিংবা খ্রিষ্টান তুমি-
মুসলমানরই জাত ভাই;
জন্মের পর ধর্ম পেয়েছ,
তার আগে তো দেখ নাই?
এই যে বোকারা যুদ্ধে নেমেছ,
করছ দখল ভূমি;
এই ধরণী কে বানিয়েছে?
কার কার ভাগে তুমি?
মানবতা বলে দেখি নাই কিছু,
এতো এতো বুলি কার?
বোঝ না কিছুই, হুজুগে মাত,
চাল বুঝ না আমেরিকার?
মানুষে মানুষে সমতাকরণ,
বেঁচে থাকাটাই অধিকার।
মোড়ল সাজিয়া দাসত্বের আইন,
এটা তো নয় মানবাধিকার।
করতে হলে খামচাখামছি-
মারামারি আর হানাহানি;
মোড়লের সাথে যুদ্ধে জড়াই,
এক হয়ে গুন টানি।
মানুষের জান হয় কুরবান,
শুয়োর বসিয়া হাসে!
আমেরিকা সব কলকাঠি নাড়ে,
বাকিরা পড়ে ফাঁসে!
ছেড়ে দেও ভাই তন্ত্র মন্ত্র,
কোনোটাতে নাই আশা;
'সবার উপরে মানুষ সত্য',
মানবতাই হোক ভাষা।।