শূন্য খাঁচার পানে
প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
সীমান্ত বসু
পাখি উড়ে গেছে বছর দুয়েক আগে
পাখিটির সঙ্গে কথা রয়ে গেছে বাকি!
খাঁচাটা আমার এখনো যে ফাঁকা আছে
আমি তার দিকে অবিরাম চেয়ে থাকি।
পাখিটি ছিল আমার অনেক আপন
প্রতিদিন তাকে বলতাম সব কথা,
কখনো হাসতো কখনো কাঁদতো শুনে
বুঝতো আমার মনের সব ব্যথা।
পাখিটির নামে কত চিঠি লিখি আজও
কিন্তু পাখিকে পাই না যে আমি খুঁজে!
সেই চিঠিগুলো খুলে দেখি মাঝে মাঝে,
কত কথা লেখা কাগজের ভাঁজে ভাঁজে!
মোর পাখিটির ছিল মধুর কণ্ঠস্বর
শোনাতো আমায় হরেক রকম গান,
করুণ কণ্ঠে নয়ন ভিজত জলে
গানগুলো শুনে জুড়াতো আমার প্রাণ।
আজও চেয়ে থাকি শূন্য খাঁচার পানে
পাখিটি আমার ফিরবে না আর কাছে !
হারিয়ে গেছে সে চির জীবনের মতো
পাখিটির লাগি কত কথা জমে আছে।