প্রতিবাদজুড়ে মহাসড়কের কুয়াশা কেটে যেতে পারে-
অথচ কেউ নেই পাশে
মিছিলের প্রান্তে যে যুবকটি
কুড়িয়ে আনতে চেয়েছিল স্বাধীনতা নামে
প্রতিষ্ঠিত ফুল
তার পাশেও নেই কেউ
তার মৃত বাবা থেকে পিতামহ
অথবা তারও আগের প্রজন্মের কোনো সবুজ সন্তান
তারাও স্বাধীনতার ফুল ফোটাতে গিয়ে হয়ে উঠেছিলেন নিদারুণ হন্তারক
সেই যে সবুজ সন্তান
এক সময়ের প্রতিবাদী আঙুল
এক সময়ের রহস্যময় হন্তারক
প্রসঙ্গত মহাসড়কের পাশে পড়ে আছে সেই মুক্তিকামী সবুজ সন্তান-
কুকুরের জিহ্বায় যুবকটি নরম খাবারের মতো ঝুলে আছে-
আর আমরা নীরব দর্শক- চেয়ে চেয়ে দেখছি
কুকুরের জিহ্বায় ঝুলছে মুক্তিকামী পতাকা
এবং একটি প্যারাডক্সিয়াল ব্রিফ