অদৃশ্য স্বপ্নচারা

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

সাজ্জাদুর রহমান
পাড়ায় পাড়ায় রটে গেছে উলঙ্গ বাতাসের কাঁপন ঝাঁকুনি দিয়ে শূন্যের মগডালে ঝুলিয়ে রাখা নোটিফিকেশন ঘোষণা করে তিন মিটার দূরে ইজারা নিচ্ছে স্বৈরাচার প্রেম। অদৃশ্য প্রাচীর পেরিয়ে দাঁড়িয়ে আছে মুখোশ-মানবতাবাদী সমাজ দোররায় দোররায় ফেটে যাচ্ছে গণতন্ত্রের ইলাস্ট্রেশন। বর্বরতার লাল চাদরে আবৃত সোনার শিরদাঁড়া অলিখিত কৃতদাস সারিতে ফিসফিস করে মনুষ্যত্বের মহাকাল। পাশবিকতার নীল নকশায় বিবেক দিগন্ত বিস্তৃত অন্ধকার অতি অন্ধকারে হাঁসফাঁস করে অদৃশ্য স্বপ্নচারা।