আকাশের নিচে সবুজের প্রেক্ষাপটে
স্বল্প রঙের আঁচড়ে
দাঁড়িয়ে আছে আবহমানের অবয়ব
ধূসর বিষণ্ন্ন যাত্রাপথের শুরুতে
কী যেন বলবে আমাকে
কী যেন দিতে চায় ভুখা হাতে!
স্নেহার্দ্র চোখের কোনে
শিশিরের সমারোহ-নৈবেদ্য যথেষ্টই পাওয়া
আর কিছু চাইনি যে কোনো দিন
নোনা গাঙের জলে কেটেছে বাঁধভাঙা বেলা
এর চেয়ে বেশি বৃষ্টিময় সুখের সময়
এখন আর কিছু কি হতে পারে!