রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

বহুবচনের কান্ডারি

অপূর্ব কুমার কুন্ডু
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
বহুবচনের কান্ডারি

জাহাজ শিল্প কিংবা বাণিজ্য এ নিয়ে তর্ক অহেতুক

জলের উপর সে ভাসে এটাই সত্য যেমনি ভাবে ভাসে আমার ছোট ডিঙ্গি।

তার বিশালত্বের কাছে আমি ক্ষুদ্র বলেছে সমস্বরে জাহাজের যাত্রী

উপার্জন কমতে কমতে ক্ষয়িষ্ণু চেহারায় বিমর্ষ হয়েছে আমার চাওনি তবুও সমস্বরের কণ্ঠের প্রতিধ্বনি মোকাবিলায় উচ্চারণ করিনি

যে আমাদেরও আছে বহুবচন।

শান্ত সমুদ্রে হঠাৎ নামা সন্ধ্যায় উঠেছিল কালবৈশাখীর ঝড়

তান্ডবে লন্ডভন্ড সমুদ্রের ঔদ্ধত্ব শিল্প কিংবা বাণিজ্যের ওই গর্বিত জাহাজ

সমস্বরের আর্তচিৎকার বাঁচাও বাঁচাও আমরা বিপদাপন্ন।

জীবন এবং মৃতু্যর মাঝে দাঁড়িয়ে, হে ডিঙ্গি নৌকার মাঝি বাঁচাও আমাদের উপার্জন কমতে কমতে ক্ষয়িষ্ণু চেহারায় বিমর্ষ হয়েছে আমার চাওনি তোমাদেরই কারণে,

এতদ্‌সত্ত্বেও আমার ডিঙ্গি নৌকায় তুলেছি তোমাদের মত শত সহস্র ডুবন্ত যাত্রী

কূলে তুলে শুনেছি সমস্বরের ধ্বনি-আমি নাকি বহুবচনের কান্ডারি।

টেলিভিশন চলচ্চিত্র ওটিটি পস্ন্যাটফর্মের মতো সহস্র অলিগলি

সমস্বরের কণ্ঠের প্রতিধ্বনি মোকাবিলায় উচ্চারণ করিনি

যে আমাদেরও আছে বহুবচন।

আভিজাত্যের লোভনীয় মিডিয়া মাধ্যমে হঠাৎ নামা সন্ধ্যায়

উঠেছিল ইউটিউব ফেসবুকের ঝড়,

সমস্বরের আর্তচিৎকার বাঁচাও বাঁচাও আমরা বিপদাপন্ন

ক্যারিয়ার এবং পেশার চোরাবালির তলে দাঁড়িয়ে হে দল প্রধান বাঁচাও আমাদের।

উপার্জন কমতে কমতে ক্ষয়িষ্ণু চেহারায় বিমর্ষ হয়েছে

আমার চাওনি তোমাদেরই কারণে

এতদসত্ত্বেও আমার মঞ্চমায়ায় তুলেছি

দেবী-চাকভাঙা মধু-অনিকেত সন্ধ্যা'য় তোমাদের মতো শত সহস্র ডুবন্ত শিল্প যাত্রী

কূলে তুলে শুনেছি সমস্বরের ধ্বনি-

আমি নাকি বহুবচনের কান্ডারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে