রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

বুড়ি ধাইজানে ভাসে এপিটাফ

আবু হেনা মোস্তফা কামাল
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
বুড়ি ধাইজানে ভাসে এপিটাফ

ধাইজানের স্রোতে ভেসে ভেসে যে দিনগুলি বুড়ি

ধাইজানের ভ্যাঁরে এসে আটকে গেল, তার সমাধি

দিয়ে এলাম এইমাত্র, এপিটাফে লেখা হলো- বিদায়!

যে নাটকের গল্প সাজানো, চিত্রনাট্য ও অভিনয়ের

কারিগরি কাঠামো গোছানো, সেই নাটকের অতিথি

চরিত্রের ফ্রেমে বাঁধা পড়ার আগ্রহ থাকে না আমার!

বুড়ি ধাইজানের পুরো বুক জুড়ে যে কচুরিপানার দল

আর ফুলের যৌবন দেখো তার নিচেই চোরা কাঁদার

ফাঁদ পেতে টানছে তোমায় সরস আদিখ্যেতা।

এমন অলস দুপুরও রোদের উষ্ণতার মায়ায়

আমাকে তুলতে পারেনি আলস্যের ওম থেকে।

আগুনের পোড় নিভে গেলে ঘুমিয়ে পড়ি আগের মতোই!

আমাদের আর হবে না দেখা শিউলি গেল যে ঝরে।

যে পথে হেঁটেছি, সে পথ গিয়েছে অন্য কোনো এক বাঁকে।

মরীচিকা শুধু পিচঢালা পথে ভ্রম দিচ্ছে এবং দিবে!

বিদায়! হে যৌবনা কচুরির ফুল,

বুড়ি ধাইজানের ফাঁদ কিংবা স্রোতে ভাসা ধাইজান!

এপিটাফটাই ভেসে ভেসে থাক শুধু, লেখা থাক বিদায়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে