বসন্ত এসেছে
শিশিরের স্বচ্ছ জল বেয়ে,
বসন্তের রং জ্বলছে
ফুলের পাপড়ি জড়িয়ে;
সমুদ্রের ঢেউ এ পোড়া গন্ধ।
বৃষ্টি জলে আগুন জ্বলে, আগুন জ্বলে অ্যামাজনে
ফুলের বনে পাপড়ি ঝরে শিশু ঝরে ফিলিস্তিনে।
বসন্ত এসেছে মানব মনে
ফুল নয় ধোঁয়ার কুন্ডলি ঊর্ধ্ব গগনে
দানবের কর্তৃত্ব মানবে আঘাত হানে
ঝরে যায় পাখির গান
কখনো বসন্ত ধূসর ম্স্নান।