মনের গহিনে কষ্টের বসত

প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০

আবু হেনা মোস্তফা কামাল
অতঃপর গোধূলির আবিরে মিশে যায় দিন হুতুমপঁ্যাচার ডানায় ভর করে নামে অন্ধকার রাত, শূন্যে ভাসা জ্বলজ্বলে নক্ষত্রের সাথে জেগে থাকে শেয়ালের চোখ। আমারও সাধ ছিল নরম বাতাসে ভাসাবো ঝিঁঝি পোকার গান, জোনাকির মিটিমিটি আলোয় সাজবে আকাশ এক- তারার মতন। শিশিরের শব্দে বৃষ্টি খুঁজতে খুঁজতে কেটে গেলে রাত শহুরে কাক হয়ে ভোরকে জাগাবো। সকাল হবো দুপুর হবো হবো সোনালি রোদের চেনা পরিচিত বিকেল। সারাদিনের কাজ হবো ক্লান্তি হবো ইজি চেয়ারে এলিয়ে দিবো শরীর, চায়ের কাপে ভিজিয়ে দিয়ে গোধূলি মিশাবো রাতে। পঁ্যাচার ডানায় জোনাকি পোকায় শেয়ালের চোখে কাজের ভিতরে ক্লান্তি হয়ে দিনের শেষে রাত আসে নিয়মিত নিয়ম মতো। ঝিঁঝি পোকা শহুরে কাক শুধু থাকে নির্বাক। কথার মালায় গান সাজিয়ে মুখর থাকে যে মুখ সেই মুখ যদি আকস্মাৎ বোবা হয়ে যায় জেনে রেখো কষ্টটা তার খুব গভীরে গোপন কোণে করত বসত!