স্পর্শকাতর ; গভীরতায় কি খুঁজো তুমি?
পূবের আকাশ, পাহাড়, সমুদ্রের জল
উত্তর মেরুর বরফ, দক্ষিণ মেরুর উষ্ণতা
না-কি মরুভূমির প্রখরতা?
আমিও তার অনুসন্ধানে বেড়িয়ে
গাণিতিক সংকেতে দন্ডায়মান।
ক্লান্তির চাপে স্থির বিষুবরেখায়;
বোধ জাগরণ দেখা অদেখায়।
যার দাঁড়ি, কমা, আদিঅন্ত নেই
অজস্র শব্দের পস্নাবনে তলিয়ে
কিছু শব্দ আত্মহত্যা করে রোজ
কেউ রাখে না কারো খোঁজ।
সাম্ররাজ্যের পতন হলো
কতো রাজা এলো গেল।
পালাবদলে গরিব থেকে ধনী
তখন গভীর ঘুমে আমি।