সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

বিমূর্ত জলরং

অনিন্দ্য নূর
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০
বিমূর্ত জলরং

সহস্র বর্ণোচ্ছটায় গন্তব্যহীন চিঠি আসছে প্রতিদিন

আমাদের ফেলে আসা ধুলোমাখা পথের ঠিকানায়।

ক্যাফেইনের নেশায় অন্ধ চোখের নদীতে অট্টহাসি

অথচ হৃদয় অন্তঃপুরে প্রচন্ড সূর্যগ্রহণ

আঁধারে আঁধারে ডুবে গেছে মানবের প্রেম নগর।

করুণ দৃষ্টি ভ্রমের আবছা সন্ধ্যায় তুমি

নক্ষত্রের মতো সঙ্গিন একলা সারাবেলা।

পারিজাত পুষ্পের মৃদু ছায়া পড়ে মৃতু্যর মতো

তোমার ঝুলন্ত কাঠগোলাপের বারান্দায়।

কখনো ফেরারি সমুদ্রের নীল তরল গরল

আছড়ে পড়ে নিষিদ্ধ উপাখ্যানের বালুকাবেলায়।

তোমার লাল টিপ সূর্যাস্তের মতো অস্ত গিয়েছে

শত রঙিন যন্ত্রণাকাতর বিছানার ক্যানভাসে।

'একদিন পুরো আকাশটাই ঢেকে যাবে

শুভ্র স্বেত পবিত্র ফুলের কাফনের চাদরে'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে