এই বিরহ
প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০
মিতুল সাইফ
কুয়াশার পাতা ঝরে।
হিমেল রাতের শীতল উষ্ণতা।
মন কেমন কেমন করা বিরহ সময়।
শর্ষে ফুলেদের মতো দল বেঁধে তেড়ে আসে স্মৃতি।
উদাস বাউল বাতাসের গায়ে
খেলা করে সূতো কাটা ঘুড়ি।
বাতাসের বুকে কান পেতে
আমি কারো হাহাকার শুনি।
এই বিরহ আমার না তো!