সেই রাত, আজ এই রাত,
২৫ শে মার্চের সেই ভয়াল রাত।
এই রাতে কেড়ে নিয়েছিল ওরা,
নিরীহ বাঙালিদের জীবন-মান-ইজ্জত।
এই ঘুম ঘুম শহরে সবাই যখন ঘুমকাতর,
ওরা নির্বিচারে করেছিল খুন ও জখম।
হত্যাকরেছিল ওরামনির চৌধুরীসহ অনেককে,
বুদ্ধিজীবী হতে বাদ পড়েনি কোলের শিশুটিও।
দানবের মতো চিৎকাররত সেই ট্যাঙ্কেরবহর,
নিমিষে তছনছ করেছিল ওরা গ্রাম ও শহর।
সেই স্বজনহারা পিতা কিংবা মাতার কান্না,
আজও মানুষ ভুলতে পারেনি অব্যক্ত বেদনা।
কি দেখেছি, কি হারিয়েছি, তার হিসাব মিলায়।
গণহত্যার মতো ওই পৈচাশিক অত্যাচার,
বিশ্ব আজও রয়েছে কেন নির্বাক?
বিচার হোক ওদের জনগণের আদালতে।
যদি না হয়, সে বিচার আমার বিধাতার কাছে।