নোনা জলের রং
প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০
তুলি আলম
এটা উপলব্ধির বিষয়...
অশ্রম্নরও অনেকগুলো রং রয়েছে।
চোখ কাঁদে না, কাঁদে অন্তর
সেই কান্না থেকে যে অশ্রম্ন নিঃসৃত হয়
তার রং বিষণ্ন বিধুর কালো।
হৃদয় হাসে, চোখ মাধ?্যম মাত্র
অধিক সুখেও চোখ চিকচিক করে জলে
যার রং কাঁচা হলুদের মতো সুন্দর।
লজ্জা চোখে প্রকাশ পেলেও
তার উৎপত্তিস্থল কিন্তু অন্তরাত্মা
লজ্জায়ও মানুষ কেঁদে মরে
যার রং টুকটুকে নববধূর মতো।